
প্রেস বিজ্ঞপ্তি : যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্য্যের মধ্য দিয়ে বোধিজ্ঞান ভাবনা কেন্দ্র বৌদ্ধ বিহারে সংঘদান , অষ্টপরিস্কার দান ও বৌদ্ধদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর
দান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
সারাদিন ব্যাপি অনুষ্ঠান মালার মধ্যে সকালবেলা ছিল পঞ্চশীল প্রার্থনা, পিন্ডচারণ ও জ্ঞাতীভোজন । এর পর দুপুর দুই ঘঠিকায় শুরু হয় ধর্মসভা । বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ স্মৃতিধর ড. শীলালন্দ মহাথেরর সভাপতিত্বে প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বিদর্শন আচার্য মহাসদ্ধর্ম জ্যোতিকাধ্বজ আসিন জিনরক্ষিত মহাথের । সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্ম তত্ত্ববিদ ও সমাজ চিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী ।
লুসি রানী বড়ুয়ার সঞ্চালনায় উদ্ধোধনী বক্তব্য রাখেন পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি প্রদীপ কুমার বড়ুয়া আনন্দ । স্বাগত বক্তব্য প্রদান করেন উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুনীল কান্তি বড়ুয়া । সভাপতির অভিবাসন প্রদান করেন
উদযাপন পরিষদের সভাপতি শীলব্রত বড়ুয়া । এর আগে ধর্মীয় সংগীত পরিবেশনের পর সম্মানিত অতিথি ও ভিক্ষু সংঘদের
ফুল ও সম্মাননা স্মারক প্রদান করা হয় ।