শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জের ঘিওরে কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

 আল মামুন ,মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নাধীন বালিয়াবাধা বাজারের দক্ষিণ পাশে কালিগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয়ে (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আমিনুর রহমান । বুধবার (২৬ অক্টোবর) বিকেল ৩:০০ টার দিকে সিংজুরী ইউনিয়নাধীন বালিয়াবাধা বাজারের দক্ষিণ পাশে নদীর পাড়ে ভেসে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়,স্থানীয়রা কালিগংগা নদীতে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে তৎক্ষণাৎ ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুর রহমানের নেতৃত্বে পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নদীর পূর্বপাড়ে মরদেহটি উপর হয়ে ভেসে ছিল। মরদেহটি নারী বলে সনাক্ত করা যায়। অর্ধ গলিত মরদেহ চেনার উপায় নেই ‌।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ আমিনুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ওই নারীর ৩৫-৪০ বছর বয়সের মত হবে । ১৫-২০ দিন আগে ওই নারী মারা গেছেন। এখন পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি। সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype