
ফটিকছড়ি উপজেলার, নাজিরহাট পৌরসভার, ৬ নং ওয়ার্ডের অন্তর্গত, ইমামনগর রাজ্জাক বাড়ি জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
১৪ ফেব্রুয়ারী সোমবার সকালে নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন স্থানীয় বাবুনগর মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিববুল্লাহ বাবুনগরী। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী পরিচালক মাওলানা আইয়ুব বাবুনগরীসহ মসজিদ পরিচালনা কমিটি ও সমাজের সকল স্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, পূর্বের পুরাতন মসজিদ ভেঙে দ্বিতল নতুন মসজিদ নির্মাণের উদ্যেগ গ্রহণ করা হয়েছে। নাজিরহাটস্থ ঝংকার মোড়ের ডিজাইন প্যালেস এর আধুনিক নকশায় এ মসজিদ পুনঃনির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮০ লক্ষ টাকা। আগামী একবছরের মধ্যে এর নির্মাণ কাজ সমাপ্ত হবে বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।