শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় নানী-নাতি নিহত,৭ সেনা সদস্য আহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় নানী-নাতি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাত সেনা সদস্য। বুধবার সকাল ৯ টার দিকে উপজেলার মেহড়াবাড়ি এলাকার ঢাকা ময়মনসিংহ মহা সড়কে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস,পুলিশ ও হাসপাতাল সূত্রে জানাযায়, উপজেলার মেহড়াবাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত একটি কাভার্ডভ্যান দুই জনকে চাপা দেয়। কাভার্ট ভ্যানের পিছনে থাকা সেনা বাহিনীর একটি গাড়ী ওই দুইজনের (চাপা খাওয়া) পাশ দিয়ে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে।

এতে ঘটনাস্থলেই নানী-নাতি নিহত হন। আহত হন সাত সেনা সদস্য। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস ও ভালুকা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতরা হলেন, সার্জেন্ট মির্জা (৪০), সেনা সদস্য আল মামুন(৩৪), গোবিন্দ চন্দ্র (৩৭), মোঃ আবদুল্লাহ (২২),মাহফুজুর রহমান(২২),রোমান মিয়া (২২) ও কাউসার আহাম্মেদ(২২)।
ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক আলী হোসেন বলেন,মেহড়া বাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী অজ্ঞাত একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই নানী-নাতি নিহত হয়েছেন।
নানী-নাতিকে চাপা না দিয়ে পাশ দিয়ে অতিক্রম করার সময় সেনা বাহিনীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাত সেনাসদস্য আহত হয়েছেন। নানী-নাতিকে চাপা দেওয়া কাভার্টভ্যানটি জব্দ করা যায়নি। লাশ ফাঁরিতে রয়েছে।
পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype