শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বিশ্বকে তাক লাগিয়ে দিল মুখ দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় পাস করে উজ্জ্বল

রংপুরের উজ্জ্বল সব প্রতিকূলতাকে হারিয়ে এইচএসসিতে পরীক্ষায় উর্ত্তীন
শারীরিক সমস্যা থাকলেও মুখ দিয়ে লিখে এইচএসসিতে ৪.৫৮ পেয়ে নিজেকে প্রমান করেছে উজ্জ্বল। রংপুরের মিঠাপুকুরের বালারহাট ইউনিয়নের বালারহাট আদর্শ মহাবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় পাস করে পুরে উজ্জ্বল জানান দিয়েছেন, তিনি অদম্য মেধাবী। তার এই ক’ষ্টার্জিত ফলে আনন্দের ফল্গু’ধা’রা বইছে অ’ভিভাবক, শিক্ষক আর এলাকাবাসী মহলে।
উজ্জ্বলের বাবা জাহিদ সারোয়ার বলেন, ‘এসএসসি পাস করার পর উজ্জ্বলকে বালারহাট কলেজে ভর্তি করি। করোনার কারণে অটো পাস দেওয়ার খবরে তার মন খারাপ ছিল। তার ইচ্ছা ছিল, যেন পরীক্ষা দিয়ে সে এইচএসসি বাধা টপকাবে। পরে সশরীরে পরীক্ষায় অংশ নেওয়ার সি’দ্ধান্ত শুনে সে হয়েছিল দারুণ খুশি। বাসা থেকে দুই কিলোমিটার দূরে অটোরিকশায় শুয়ে সে পরীক্ষা কেন্দ্রে যাওয়া-আসা করত। কেন্দ্রে বিছানায় শুয়ে সব পরীক্ষা দেয় উজ্জ্বল। সে পরিবারের বোঝা না হয়ে, সরকারি চাকরি করে আ’ত্মনির্ভরশীল ‘হতে চায়।’
উজ্জ্বল বলেন, ‘সব প্রতিকূলতাকে হারিয়ে এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে চাই।’ বালারহাট আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. আলাউদ্দিন বলেন, ‘বহু’মাত্রিক প্রতিব’ন্ধী হওয়ার পরও লেখাপড়ার দিকে মেধাবী উজ্জ্বলের চম্বুক টান। সে যে ফল বয়ে এনেছে অনেক সাধারণ শিক্ষার্থীও তা করতে পারেনি। শুয়ে পরীক্ষা দেওয়ার বোর্ড থেকে অনুমতি নেওয়ার ব্যবস্থা করেছি।

আমরা চাই প্রতিবন্ধকতাকে হার মানিয়ে সে জীবনে ভালো কিছু করুক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype