
রাউজানে বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র, স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পশ্চিম ডাবুয়া শাখার উদ্যোগে আয়োজিত এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ দিদারুল আলম। সাধারণ সম্পাদক মোঃ একরাম হাবিব আকিবের সঞ্চালনায়
বিশেষ অতিথি মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলার সাংগঠনিক সমন্নয়ক আনিসউল খান বাবর, মোঃ মামুন মিয়া। মিলাদ মাহফিলে তকরির করেন মাওলানা মোহাম্মদ তরিকুল ইসলাম মাইজভান্ডারী,মাওলানা মোঃ আবুল বশর মাইজভান্ডারী। অতিথি ছিলেন
রাউজান প্রেস ক্লাবের সদস্য শাহদাত হোসেন সাজ্জাদ,মাওলানা মোঃ সাজ্জাদ হোসেন,শফিউল আজম,লোকমান,নাজিম উদ্দীন,নাছির,মোহাম্মদ শরীফ,মো: গিয়াস সও,মো:লোকমান,জাকের মহিউদ্দিন,সাদেক,মনির, মেজবাহ,শহিদুল্লাহ প্রমুখ।
মোনাজাত ও তাবরুক বিতরণের মাধ্যমে সমাপ্তি হয়।