শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের সাথে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মতবিনিময়

বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দের সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি’র গত ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় নগরীর ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, চট্টগ্রাম একটি সংস্কৃতির উর্বরভূমি। সংস্কৃতির আদি মাধ্যমগুলোর তীর্থস্থান বলা চলে চট্টগ্রামকে। বীরপ্রসবিণী চট্টগ্রামের সংস্কৃতির উন্নয়নে বর্তমান সরকার তথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব আন্তরিকতার সাথে কাজ করছেন। তিনি আরো বলেন, চট্টগ্রামে সংস্কৃতির উন্নয়নে সরকার বদ্ধপরিকর।

সাংস্কৃতিক কর্মকাণ্ডের উন্নয়নে মুসলিম ইন্সটিটিউট হলকে কমপ্লেক্সে রূপান্তর, শিল্পকলা একাডেমির আধুনিকায়নসহ নানা উন্নয়নমূলক কর্মসূচি চলমান রয়েছে। ভবিষ্যতে এর ধারাবাহিকতায় আরও উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হবে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সমন্বয়ক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, বিশিষ্ট সাহিত্যিক ও কবি আফসার উদ্দিন আহমদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহমুদ, সমাজকল্যাণ সম্পাদক মো. হাসান মুরাদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, নৃত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন মধু, সদস্য আঁচল চক্রবর্তী, শিউলী আকতার, মো. হানিফুল ইসলাম চৌধুরী, মো. জামাল হোসেন তানভীর, চট্টল ইয়ুথ কয়ারের মহাসচিব অরুণ চন্দ্র বণিক, সদস্য প্রণবরাজ বড়ুয়া, সাংবাদিক রতন বড়ুয়া প্রমুখ।

সংগঠনের পক্ষ থেকে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও নিজের লিখিত এক সেট বই উপহার দেন উপদেষ্টা ও কবি আফসার উদ্দিন আহমদ চৌধুরী।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype