শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

ভ্রাম্যমাণ আদালত রাউজানে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের রাউজানে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত পৃথক এ অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।

অভিযান চলাকালে রাউজান পৌরসভার নন্দীপাড়াস্থ নুরজাহান বেকারি ও উপজেলা সদরের মুন্সিরঘাটাস্থ নুরজাহান সুপারসপকে খাদ্যপন্যে ভেজাল মেশানো, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপন্য তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন খাদ্যপন্য রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা এবং পৌর এলাকার জানালীহাটের ঢাকা ব্রেড বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারে নানা দ্রব্যাদি মিশ্রিত খাবার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় ভেজাল খাদ্যপণ্য ধ্বংস করা হয়। এ অভিযাণ চলমান থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype