
মানিকছড়িতে সরকার পরিবারের উদ্যোগে সহস্রাধিক শীতার্ত পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের মো. আবদুল হামিদ সরকার পরিবারের পক্ষে ইউপি’র ৯টি ওয়ার্ডে ১০০০ হতদরিদ্র ও শীতার্ত পরিবারে এবং তিনটহরী ও মানিকছড়ি ইউপি’র ৩০০ পরিবারে ৩ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে সরকার পরিবার প্রধান আলহ্বাজ মো. আবদুল হামিদসরকার ও তাঁর মেজ পুত্র আলহ্বাজ মো. রফিকুল ইসলাম যোগ্যাছোলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সহস্রাধিক পরিবারের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, ইউপি সদস্য মো. আবদুল মতিন, মো. জয়নাল আবেদীন, সর্দার মো. দুলাল মিয়া, বেলাল হোসেন, আনোয়ার হোসেন,মো. শাহজাহান উপস্থিত ছিলেন। বিকেলে মানিকছড়ি ও তিনটহরী ইউপিতে ৩শ পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।