চট্টগ্রামের রাউজানে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে ২ টা পর্যন্ত পৃথক এ অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ।
অভিযান চলাকালে রাউজান পৌরসভার নন্দীপাড়াস্থ নুরজাহান বেকারি ও উপজেলা সদরের মুন্সিরঘাটাস্থ নুরজাহান সুপারসপকে খাদ্যপন্যে ভেজাল মেশানো, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপন্য তৈরি এবং মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন খাদ্যপন্য রাখার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা এবং পৌর এলাকার জানালীহাটের ঢাকা ব্রেড বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারে বিষাক্ত কেমিক্যাল মিশ্রণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও খাবারে নানা দ্রব্যাদি মিশ্রিত খাবার বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার আইনে দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় ভেজাল খাদ্যপণ্য ধ্বংস করা হয়। এ অভিযাণ চলমান থাকবে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.