শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

কোনো কৃষি জমিতে ভরাট করে বাড়ি ঘর ও বাণ্যিজিক ভবন নির্মাণ করা যাবে না- ফজলে করিম চৌধুরী এমপি

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, রাউজানে কোনো কৃষি জমি আবাদি রাখা কিংবা কোনো কৃষি জমিতে ভরাট করে বাড়ি ঘর ও বাণ্যিজিক ভবন নির্মাণ করা যাবে না।পতিত জমিতে ফসল ফলাতে হবে।যে জমিতে যে ধরনের ফসল ভালো হয় সেটি যেন চাষ করা হয়।বর্তমান সরকার কৃষি বান্ধব।কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এই সরকার। সরকারের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে আমাদের জমিতে ভালো ফসল ফলাতে হবে।তিনি গতকাল সোমবার (২৯-নভেম্বর) বিকালে রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের ঢেউয়া পাড়া এলাকায় আয়োজিত নবান্ন উৎসব ১৪২৮ বঙ্গাব্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রাউজান উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ও পৌরসভার সার্বিক সহযোগিতায় নানা উৎসবের আয়োজন করা হয়।অনুষ্ঠানে নতুন ধানের চাউলের হরেক রকমের পিঠাপুলি, ঐতিহ্যবাহী হাডুডু খেলা,কলা গাছ লাফিয়ে উঠা খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পাকা আমন ধান কাটা,পুরষ্কার বিতরণ।পরে প্রধান অতিথি নিজহাতে কাস্তে দিয়ে পাকা আমন ধান কাটলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।

বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা আ.লীগ সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন, আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, ইউপি চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, জসিম উদ্দীন চৌধুরী প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype