শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রামগড়ে সদ্য নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

গত ২ নভেম্বর খাগড়াছড়ির রামগড় পৌরসভার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান (এনডিসি) সদ্য নির্বাচিত রামগড় পৌরসভার নব নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদেন শপথ বাক্য পাঠ করান। তারা হলেন-পৌর মেয়র রফিকুল আলম কামাল, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল হক , ২ নম্বর ওয়ার্ডের শ্যামল ত্রিপুরা, ৩ নম্বর ওয়ার্ডের জিয়াউল হক, ৪ ওয়ার্ডের আহসান উল্যাহ, ৫ ওয়ার্ডের মোহাম্মদ জামাল উদ্দিন, ৬ নং ওয়ার্ডের মোহাম্মদ শামীম, ৭নং ওয়ার্ডের আবুল বশর, ৮নং ওয়ার্ডের জসিম উদ্দিন চৌধুরী ও ৯ নং ওয়ার্ডের আবুল কাশেম। সংরক্ষিত মহিলা কাউন্সিলরের মধ্যে ১,২ ও ৩ নং ওয়ার্ডের বিবি আয়েশা, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কনিকা বড়ুয়া এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের আনোয়ারা বেগম। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোঃ মিজানুর রহমান এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী সহ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype