শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সততা-পরোপকারিতা ও নৈতিক মূল্যবোধ থাকলে সব কিছু করা সম্ভব : ড. জমির

কমার্স কলেজের ৯২-৯৩ (অনার্স) শিক্ষাবর্ষের সহপাঠীদের উদ্যোগে গতকাল ২৮ নভেম্বর বিকাল ৫টায় নগরীর একটি রেস্টুরেন্টে সম্মাননা প্রদান ও মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. জমির উদ্দিন সিকদার বলেন, সততা, পরোপকারিতা ও নৈতিক মূল্যবোধ থাকলে সব কিছু করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা দেশব্যাপী সবসময় মানুষের পাশে আছি। মানবিক সকল কার্যক্রমে সকলের সহযোগিতা প্রত্যাশা করি। সকলে নিজ নিজ সাধ্যমতো মানবিক কাজে অংশ নেওয়া প্রয়োজন।
রোটারিয়ান গোপাল পাল এর সঞ্চালনায় সম্মাননা প্রদান ও মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইন্সপেক্টর অব পিবিআই আবদুল্লাহ আল মাহফুজ, উৎপল পাল, রোটারিয়ান আবুল বশর, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এডভোকেট মো. মাহবুবুল ইসলাম, বান্দরবান সরকারি কলেজের সহকারি অধ্যাপক আকতার হোসেন, মোমাম্মদ আলমগীর, এক্স-ক্যাডেট মাহবুবুল ইসলাম রাজিব, মেহেদী হাসান লিটন, নুরুল আফসার, এক্স-ক্যাডেট সেলিম মিয়া, হুমায়ন কবির ঢালী, চট্টগ্রাম নেভী কলেজ এর সহকারী অধ্যাপক মো. ইকবাল, নাসির উদ্দিন, এডভোকেট সুমিত বড়ুয়া, কুতুবউদ্দিন, মো. সিরাজ উদ্দিন, ইকরাম হোসেন, কামরুল আলম, সিদ্ধার্থ শংকর বড়ুয়া, আলমগীর হোসেন, বিএএফ শাহীন কলেজের সহকারী অধ্যাপক জাহেদ আল সামাদ, নাজিম উদ্দিন আহমেদ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype