
চট্টগ্রামের রাউজান উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বোরো হাইব্রিড,উফশী, বরি ফসলের বীজ, রাসায়নিক সার ও ধান মাড়াই মেশিনসহ নানা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় রাউজান উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এম.পি।উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও কৃষি কর্মকতা ইমরান হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,থানার ওসি আব্দুল্লাহ আল্ হারুন প্রমুখ।
কৃষি অফিসের সূত্রে-২০২১-২০২২ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বরি-মৌসুমে প্রথম কিস্তিতে উপজেলার ৩শ’৫৫জন কৃষককের মাঝে ২হাজার ১শ ১৫ কেজি বিভিন্ন বীজ,ডিএপি সার ৪ হাজার ৫০কেজি ও ২ হাজার ৫’শত কেজি এমওপি সার বিতরণ করা হয়।প্রত্যেক কৃষককে ফসল অনুযায়ী ১০কেজি থেকে ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়। দ্বিতীয় কিস্তিতে বোরো হাইব্রিড ও বোরো উফশী জাতের বীজ দেয়া হবে ৪ হাজার ৬’শ জন কৃষককে।