রবিবার-১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ-২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ-১৬ই রমজান, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

চট্টগ্রামের অনলাইন গণমাধ্যম সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে ও অনলাইন গণমাধ্যমের সম্ভাবনা নিয়ে এক মতবিনিময় সভা গতকাল ২৯ নভেম্বর সন্ধ্যা ৬টায় নগরীর মোমিন রোডস্থ সুন্নিজলসা ডট টিভি কার্যালয়ে সিটিভি অনলাইন বিডিকম’র সম্পাদক ও প্রকাশক শেখ নজরুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে ও দৈনিক প্রভাত চট্টগ্রাম ব্যুরো প্রধান স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব ও গণমাধ্যমবান্ধব সরকার। সরকার এই মাধ্যমের উন্নয়নে ও অনলাইন গণমাধ্যমের অগ্রযাত্রায় কাজ করছে। দ্রুতগতিতে বর্তমান সময়ে অনলাইন গণমাধ্যম সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্নিজলসা ডট টিভি’র সম্পাদক কাযী মুহাম্মদ আশিকুর রহমান হাশেমী, নাগরিক দর্পণডটকম’র সম্পাদক রতন বড়ুয়া, ইতিহাস৭১ ডটটিভি’র সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, জনতা টিভি ডটকম’র সম্পাদক লায়ন এম এ হোসেন বাদল, বাংলারচোখপ্রতিদিন ডটকম’র সম্পাদক তানিয়া সুলতানা, কলমটিভি ডটকম’র বার্তা সম্পাদক মো. কুতুব উদ্দিন রাজু, প্রতিকোণ ডটকম’র সম্পাদক জোবায়ের বিন জিহাদী, ধানসিড়ি টিভিডটকম’র বার্তা সম্পাদক মো. শহিদুল ইসলাম।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে স ম জিয়াউর রহমানকে আহ্বায়ক, লায়ন এম এ হোসেন বাদলকে যুগ্ম আহ্বায়ক ও প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতাকে সদস্য সচিব করে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি ৩১ ডিসেম্বরের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype