সোমবার-২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ-৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

অনুমোদন ছাড়া ব্যবসা পরিচালনা ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কমল চক্রবর্তী চট্টগ্রাম

করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। আজকের অভিযানে অনুমোদনহীন পন্য বিক্রি ও স্বাস্থ্যবিধি না মানায় অর্থ দন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার ০২ জুলাই নগরের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমানের নেত্রিত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, আজকের অভিযানে নগরীর হালিশহর এলাকায় গাউসিয়া সুইটসকে বিএসটিআই এর অনুমোদন ও লাইসেন্স ছাড়া ব্যবসা করার কারণে ১৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। সেই সাথে একই এলাকার জনতা ফার্মেসিকে অনুমোদনহীন ও নকল হ্যান্ড স্যানিটাইজার রাখার দায়ে ২,০০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে নগরীর আকবর শাহ এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান জানান, আকবর শাহ এলাকার একটি খাবার হোটেলে গিয়ে দেখা যায় হোটেল মালিক, ওয়েটার কেউ স্বাস্থ্যবিধি মানছিলনা। তাই হোটেল মালিককে ২,০০০ টাকা(দুই হাজার) অর্থদন্ড প্রদান করা হর। এসময় হোটেল মালিককে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার জন্য সতর্ক করা হয়।

জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype