জাতীয় শুদ্ধাচার পুরস্কার -২০২০ পেলেন জেলা প্রশাসনের তিন কর্মকর্তা
নিউজ ডেস্কঃ
জাতীয় শুদ্ধাচার পুরস্কার -২০২০ অর্জন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের তিন কর্মকর্তা।পুরস্কার প্রাপ্ত তিন কর্মকর্তা হলেন, উপজেলা নির্বাহী অফিসার হাটহাজারী, চট্টগ্রাম -মোঃ রুহুল আমিন, জেলা প্রশাসন চট্রগ্রামের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ( এনডিসি) মোঃ মাসুদ রানা এবং জেলা প্রশাসন চট্টগ্রামের জেলা নাজির মোঃ জামাল উদ্দিন।
আজ বৃহস্পতিবার ০২ জুলাই সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক ইলিয়াস হোসেন মনোনীত তিন কর্মকর্তার হাতে পুরস্কার তুলে দেন।
নিয়ম অনুযায়ী একটি কার্যালয় থেকে তিনজনকে এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন ” আমার সকল সহকর্মীই এ পুরস্কারের যোগ্য। তারা দিন রাত কঠোর পরিশ্রম করছেন। ” এছাড়া কোভিড-১৯ মোকাবেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার ( ভুমি) এবং উপজেলা নির্বাহী অফিসারদের অক্লান্ত পরিশ্রমের কথা উল্লেখ করে তাদের প্রশংসা করেন তিনি।
তিনি আরও বলেন, কোভিড-১৯ পরিস্থিতিতে সর্বদাই মাঠে ছিল চট্টগ্রাম জেলা প্রশাসনের সকল কর্মকর্তা। বাজার নিয়ন্ত্রণ, সামাজিক দুরত্ব বজায় রাখা, লক ডাউন বাস্তবায়ন, ত্রাণ বিতরনে একটানা কাজ করে যাচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার ( ভুমি) এবং উপজেলা নির্বাহী অফিসাররা। ইতিমধ্যে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছে। তিনি সকলের দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনা করেন। সেই সাথে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক।