শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

এম বি বি এস ১ম বর্ষের ক্লাসের শুভ উদ্বোধনী অনুষ্টান ভার্চুয়ালের মাধ্যমে সম্পন্ন হয়

অনলাইন ডেস্ক 

এম বি বি এস ১ম বর্ষ সেশন ২০২০-২১ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী জাহিদ মালেক । আজ ১ আগষ্ট ২০২১ বিসিপিএস মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্টান ভার্চুয়ালের মাধ্যমে সম্পন্ন হয় ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয় ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যান বিভাগের সচিব মোহাম্মদ আলী নুর,স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, এসময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএমএ’র সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
এই ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ চট্টগ্রাম । এতে উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতালের গভর্নিং বডির ভারপ্রাপ্ত  প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন সদস্য ইসি, মোহাম্মদ সগির , সদস্য ইসি ,ডোনার সদস্য ইন্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরী,হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ চট্টগ্রাম এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রফেসর ডাক্তার অসীম কুমার বড়ুয়া , পরিচালক প্রশাসন ডাক্তার একেএম আশরাফুল করিম, প্রফেসর ডাক্তার শাহেদা খানম, প্রফেসর মনিরা খাতুন সহ চিকিৎসক ও কর্মকর্তা বৃন্দ।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চলমান বিধিনিষেধের (লকডাউন) মধ্যে গার্মেন্টস খুলে দেয়ায় ফের সংক্রমণ বাড়বে। ১লা আগস্ট (রোববার) দুপুরে রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে প্রথমবর্ষের এমবিবিএস ক্লাসের (২০২০-২১) উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আগামী এক সপ্তাহে এক কোটি মানুষকে করোনা টিকার আওতায় নিয়ে আসা হবে, ‘আগামী ৭ আগস্ট থেকে টিকার ক্যাম্প করা হবে। টিকার জন্য রেজিস্ট্রেশন করা লাগবে না। ভোটার আইডিকার্ড নিয়ে কেন্দ্রে গেলেই হবে। যাদের কার্ড নেই তাদের বিশেষ ব্যবস্থায় টিকা দেয়া হবে।’

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype