শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্রগ্রাম জেলা শাখার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শোকের মাস শুরু করলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্রগ্রাম জেলা শাখা আজ ১ আগস্ট এর মধ্য দিয়ে জাতিরজনক হারানো ও শোকের মাস শুরু বাঙালির। এ মাস বাঙালি জাতির বেদনার মাস ও শোকের মাস। ইতিহাসের এক কলঙ্কময় ও জগণ্যতম ঘটনার কালসাক্ষী আগস্ট মাস।
এ শোকাহত আগস্ট মাস ও জাতীয় শোক দিবস স্মরণে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চট্রগ্রাম জেলা শাখা আজ ১ আগস্ট রবিবার বিকাল ৫.৩০ টায় নগরীর জামাল খানস্হ চট্রগ্রাম প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে মাসব্যাপী শোক দিবসের কর্মসূচি শুরু করেন। এ মাসব্যাপী কর্মসূচীর শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে কর্মসূচি সূচনা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্রগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল বশর।
এ সময় উপস্হিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, হাজী মো সেলিম রহমান, মো মাহাফুজ উল্লাহ চৌধুরী সুমন, সমাজ কল্যাণ সম্পাদক মো হাসান মুরাদ,ক্রীড়া সম্পাদক বায়েজিদ ফরায়েজি, প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী দিলু বড়ুয়া জয়িতা, নির্বাহী সদস্য মো মাইনুল ইসলাম, শিলা চৌধুরী, তাপস বড়ুয়া,অচিন্ত্যকুমার দাশ, ছবির আহমদ, সাবিহা সুলতানা রক্সি, লাকি আকতার, মো আব্দুর রউফ, মো ইলিয়াস, সুমন বড়ুয়া, শেখ দিদারুল ইসলাম,  রতন বড়ুয়া, মো সাজ্জাদ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দরা বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ শুধু বাঙালির পিতা প গর্ব নয়, তিনি বিশ্বনেতা ও বিশ্ব সমাসীন। আজ পৃথিবীজুড়ে শেখ মুজিবুর রহমান একজন সাহসী মহানায়ক ও বিশ্ব নেতার নাম।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype