রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

খাগড়াছড়ি বিভিন্ন উপজেলায় অদুল-অনিতা ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ

 মহামারী করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ও দেশে কঠোর লকডাউনের পরিস্থিতিতে হতদরিদ্র অসহায় কর্মহীন মানুষের মাঝে খাগড়াছড়ি পার্বত্য জেলার চারটি উপজেলার খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে অদুল-অনিতা ট্রাস্ট। গত ২৯ ,৩০,৩১শে জুলাই খাগড়াছড়ি পার্বত্য জেলা সদর, দীঘিনালা উপজেলা, মাটিরাঙ্গা উপজেলা, মহালছড়ি উপজেলা ও গুইমারা উপজেলায় বিভিন্ন গরীব অসহায় মানুষের মাঝে এসব ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসকল ত্রাণ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে বন্টনের ক্ষেত্রে সহায়তা করেন ত্রিপুরা সনাতনী গীতা সংঘ কেন্দ্রীয় কমিটি। এ সময় ত্রাণ ও নগদ অর্থ বিতরণ কালে উপস্থিত ছিলেন ত্রিপুরা সনাতনী গীতা সংঘের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ত্রিপন জয় ত্রিপুরা, সাধারণ সম্পাদক অর্পণ বিকাশ ত্রিপুরা, অর্থ সম্পাদক পিন্টু বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক রুপক বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের মাটিরাঙ্গা উপজেলার পূর্ব শাখার সভাপতি মনোবিকাশ ত্রিপুরাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।
ত্রাণ বিতরণ পূর্বে এ সময় প্রতিটি এলাকায় সনাতনী গীতা সংঘের সাংগঠনিক রেওয়াজ অনুযায়ী পবিত্র গীতা পাঠ ও বিশ্ব শান্তি কামনা করে প্রার্থনা করা হয় এবং অদুল-অনিতা ট্রাস্টের সার্বিক শান্তি- মঙ্গল কামনা করেও প্রার্থনা করে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এ সময় উপস্থিত বক্তারা করোনাকালে অসহায় হতদরিদ্রদের পাশে বিত্তবানদের যে যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানানো হয় এর সাথে সাথে সবাইকে সরকারি সকল স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করে অন্যদের সুরক্ষা রাখার আহ্বান জানানো হয়।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype