সোমবার-১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মনচন্দ্র-শুশিলা, বিমান-পটু ও রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন ‘র উদ্যোগে খাবার বিতরণ

সিলেটে  মানবতার কল্যাণে, আমরা আছি মানুষের পাশে করোনা ভাইরাস নির্মূলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত লকডাউনে সিলেট নগরীর কয়েকটি এলাকার দুস্থ ও গরীবদের মাঝে রান্না করা খাবার বিতরণ গত ৩০ জুলাই ২০২১, শুক্রবার, বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম থেকে মনচন্দ্র-শুশীলা, বিমান-পটু ফাউন্ডেশন ও রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশন চট্টগ্রাম’র যৌথ অর্থায়নে, বহুল প্রচারিত দৈনিক ইনফো বাংলা, সিলেট ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন যৌথ বাস্তবায়নে, দৈনিক ইনফো বাংলা সিলেট ব্যুরো প্রধান, মানবতার ফেরীওয়ালা উৎফল বড়ুয়ার পরিচালনায় সিলেট ক্বীন ব্রীজ সংলগ্ন এলাকা থেকে শুরু করে নগরীর শেখঘাট, নবাবরোড, কলাপাড়া, ঘাসিটুলা, সুবিদবাজার, পাঠানটুলা, শিববাড়ী এলাকার ছিন্নমূল সহ নগরীর বিভিন্ন স্থানে ৪৫০( চারশত পঞ্চাশ) প্যাকেট খাবার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত মহতী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার ফেরীওয়ালা, পরিছন্ন রাজনীতিবিদ, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রাক্তন প্রশাসক, সিলেট মহানগর আওয়ামীলীগ’র সহ সভাপতি জননেতা আসাদ উদ্দিন আহমদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যাল’র রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি টি লিমিটেড সিলেট’র বিভাগীয় প্রধান মোঃ আনিসুজ্জামান পাটোয়ারী, প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, মোঃ আবু বশর ।
বিতরণ কাজে উপস্থিত ছিলেন ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন সদস্য মাসুক আহমেদ, আবদুল মালেক, কয়েস আহমেদ, শিপন আহমেদ ,জুবায়ের, শাহারিয়ার, সীমান্ত বড়ুয়া জয়। বিতরণ কাজে বিভিন্ন এলাকা থেকে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক রবিউল ইসলাম(ঘাসিটুলা) সমাজ সেবক জসিম উদ্দিন( কলাপাড়া), হুমায়ন আহমেদ, শিববাড়ী থেকে সমাজ সেবক ববিন্দ্র চন্দ্র দেব আশীষ, মোঃ ইসলাইল আলী, মোঃ বাবুল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,বৈশ্বিক মহামিরি করোনা কালীন সময়ে সকলকে সচেতন থাকা, বিধি নিয়ম মেনে চলা, মাস্ক ব্যবহার করা, যথাসময়ে করোনা টিকা নেওয়ার কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের এখন প্রয়োজন নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ। আর আমরা সবাই যদি নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন হয়ে স্ব স্ব অবস্থান থেকে দেশে গরীব, দুঃখী, অসহায় মানুষের কল্যানে এগিয়ে যেতাম তাহলে সম্ভাবনার বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে যেত।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype