রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রাউজানে পূর্ব আঁধারমানিক মানিক বিহারে ধর্মসভা অনুষ্ঠিত

সঞ্জয় মুন্না

রাউজান উপজেলার পূর্বগুজরা খ্যাতি পাড়া মানিক বিহারে বৌদ্ধ বিহার উৎসর্গ , বুদ্ধ প্রতিবিম্ব উৎসর্গ উপলক্ষে অষ্ট পরিস্কার ও সংঘদান এবং ধর্মসভা অনুষ্ঠিত হয় । বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্মরশ্মী রতনশ্রী মহাথেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি সধর্মজ্যোতি শিক্ষাবীদ সুনন্দ মহাথের ।
প্রধান সদ্ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহাসভাপর যুগ্ম-মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিপাড়া মানিক বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুমনবংশ মহাথের ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মধ্যম আঁধার মানিক কল্যান বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শান্তিলোক মহাথের ও পূর্ব আঁধার মানিক সদ্ধর্মরশ্মী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ বিনয়চার থের ।

বিজয় বড়ুয়ার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি মিলন বড়ুয়া , উপদেষ্টা রনদীশ বড়ুয়া ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype