শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

রেজাউল হক চৌধুরী মুশতাক ও শফিকুল হাসানের মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতি ও প্রাণপুরুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধির উদ্ভাবক, চট্টগ্রামের কৃতী সন্তান ও বিশিষ্ট কলামিস্ট রেজাউল হক চৌধুরী মুশতাক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, ’৭৫ পরবর্তী দুঃসময়ের চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু হত্যার অন্যতম প্রতিবাদকারী ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধা শফিকুল হাসান-এর মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক আলমগীর, কার্যকরী সভাপতি কন্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তারিন জাহান ও তানভীর সুইটিসহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়াও শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগম, সাধারণ সম্পাদক আবুল বশর, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, সৈয়দা সাহেদা সুলতানা, কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলার যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, হাজী মো. সেলিম রহমান, মাহফুজ উল্লাহ চৌধুরী সুমন।

বিবৃতিতে তাঁরা বলেন, জাতির দুর্দিনে ও দুঃসময়ে বঙ্গবন্ধুর স্নেহধন্য রেজাউল হক চৌধুরী মুশতাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর অবদান জাতি আজীবন গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। তাঁর মৃত্যুতে জাতি একজন সাহসী, বঙ্গবন্ধুপ্রেমী ও চট্টলপ্রেমী ব্যক্তিকে হারালো। অপরদিকে শফিকুল হাসানের মৃত্যুতে নেতৃবৃন্দরা বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শফিকুল হাসানের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। ’৭৫-এ শহীদ মৌলভী সৈয়দের সাথে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে অংশ নিয়ে সাহসী ভূমিকা রেখেছিলেন তিনি। জাতির দুর্দিন ও দুঃসময়ে এবং আওয়ামী লীগের ক্রান্তিকালে শফিকুল হাসান ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সাহসী সৈনিক। তাঁরা মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype