নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক সভাপতি ও প্রাণপুরুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধির উদ্ভাবক, চট্টগ্রামের কৃতী সন্তান ও বিশিষ্ট কলামিস্ট রেজাউল হক চৌধুরী মুশতাক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য, চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, ’৭৫ পরবর্তী দুঃসময়ের চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বঙ্গবন্ধু হত্যার অন্যতম প্রতিবাদকারী ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধা শফিকুল হাসান-এর মৃত্যুতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি চিত্রনায়ক আলমগীর, কার্যকরী সভাপতি কন্ঠশিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, যুগ্ম সাধারণ সম্পাদক তারিন জাহান ও তানভীর সুইটিসহ জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগম, সাধারণ সম্পাদক আবুল বশর, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, সৈয়দা সাহেদা সুলতানা, কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলার যুগ্ম সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, হাজী মো. সেলিম রহমান, মাহফুজ উল্লাহ চৌধুরী সুমন।
বিবৃতিতে তাঁরা বলেন, জাতির দুর্দিনে ও দুঃসময়ে বঙ্গবন্ধুর স্নেহধন্য রেজাউল হক চৌধুরী মুশতাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর অবদান জাতি আজীবন গভীর শ্রদ্ধায় স্মরণ করবে। তাঁর মৃত্যুতে জাতি একজন সাহসী, বঙ্গবন্ধুপ্রেমী ও চট্টলপ্রেমী ব্যক্তিকে হারালো। অপরদিকে শফিকুল হাসানের মৃত্যুতে নেতৃবৃন্দরা বলেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে শফিকুল হাসানের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। ’৭৫-এ শহীদ মৌলভী সৈয়দের সাথে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে অংশ নিয়ে সাহসী ভূমিকা রেখেছিলেন তিনি। জাতির দুর্দিন ও দুঃসময়ে এবং আওয়ামী লীগের ক্রান্তিকালে শফিকুল হাসান ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের সাহসী সৈনিক। তাঁরা মরহুমদ্বয়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.