বৃহস্পতিবার-১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৪ই শাবান, ১৪৪৬ হিজরি

বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক হাজী খায়ের আহামদ’র ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালিত

বীর মুক্তিযোদ্ধা ও সমাজ সেবক হাজী খায়ের আহামদ’র ৬ষ্ট মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাঙ্গুনিয়ার হরিহর ৩নং ওয়ার্ড আওয়ামিলীগের প্রতিষ্ঠাতা ও সভাপতি, পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য, হরিহর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল হইতে পরিচালনা কমিটির সদস্য, হরিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, পদুয়ার বিশিষ্ট বুদ্ধিজীবি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি, সুদক্ষ ন্যায় বিচারক, প্রয়াত মুক্তিযোদ্ধা হাজী খায়ের আহামদ (রহঃ) (প্রকাশ হাজী সাহেব) এর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী স্মরণে হাজী খায়ের আহামদ স্মৃতি সংসদ এর উদ্যোগে মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা স্থগিত করে ২৭ জুন বাদে আছর চট্টগ্রাম নগরীর হযরত শাহ সুফি আমানত খান (রহঃ) এর মাজারস্থ তনজিমুল মোছলেমিন এতিমখানা ও হেফজখানায় সংক্ষিপ্ত পরিসরে শারীরিক দুরত্ব বজায় রেখে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং করোনায় সৃষ্ট সংকটে মাজার প্রাঙ্গণে অবস্থানরত ৩০ জন অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন হাজী খায়ের আহামদ স্মৃতি সংসদ এর সভাপতি সাংবাদিক মোঃ কামাল হোসেন, যুগ্ম সম্পাদক সুমন চৌধুরী সহ হেফজখানার শিক্ষক ও ছাত্রগণ।
উল্লেখ্য যে, বিশিষ্ট সমাজসেবক মুক্তিযোদ্ধা হাজী খায়ের আহামদ (হাজী সাহেব) ২০১৪ সালের ২৭ জুন শুক্রবার দক্ষিন রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের হরিহর গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype