উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি
সাবেক অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমানের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী মো. ফয়জুর রহমান ফখর ইন্তেকাল করেছেন।
রবিবার সকাল ৬টায় রাজধানীর নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে ফয়জুর রহমান ফখরের গ্রামের বাড়ি।
তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
ফয়জুর রহমান ফখর এশিয়ান সার্ভেয়ার্স লি. -এর প্রতিষ্ঠাত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন ক্যাপিটাল লি., পূবালী ব্যাংক লি. এর পরিচালক ছিলেন। এছাড়া ন্যাশনাল টি কোম্পানি লি. এর সাবেক পরিচালক ছিলেন তিনি।
শোক :: ফয়জুর রহমান ফখরের মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি ড. এ কে আব্দুল মুবিন ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, জালালাবাদ ভবন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল হামিদ চৌধুরী ও সেক্রেটারি আব্দুল কাইয়ুম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের শান্তিও কামনা করেছেন।
এদিকে, সাইফুর রহমানের ভাইয়ের মৃত্যুতের শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও।