শুক্রবার-১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ-৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ-১৭ই রজব, ১৪৪৬ হিজরি

ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নিজ গ্রামে সমবেত প্রার্থনা 

দেশপ্রিয় বড়ুয়া বিশেষ প্রতিনিধি,
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারি, বাংলাদেশ আওয়ামী-লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সুস্থতা ও দীর্ঘায়ু জীবন কামনায় লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া খুসাঙ্গের পাড়া মহাবোধি বিহার প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে গ্রামবাসী সকলের সমন্বয়ে সমবেত প্রার্থনা করা হয়।
গতকাল ২৭ (জুন) রোজ শনিবার খুসাঙ্গের পাড়া মহাবোধি বিহারে সন্ধ্যা ৬ ঘটিকায় গ্রামের সকল দায়ক-দায়িকা মিলে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার রোগমুক্তি কামনায় সমবেত প্রার্থনা করেন।
এইসময় উপস্থিত ছিলেন, খুসাঙ্গের পাড়া গ্রামের একমাত্র পূণ্যতীর্থ খুসাঙ্গের পাড়া মহাবোধি বিহারের রূপকার,মহাবোধি কিন্ডারগার্ডেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ভদন্ত জিনানন্দ মহাথের(এম.এ.ত্রিপিটক বিশারদ) ,সুরিয়তিলক ভিক্ষু, অধ্যক্ষ খুসাঙ্গের পাড়া মহাবোধি বিহার ,শিক্ষক প্রিয়দর্শী বড়ুয়া সভাপতি,খুসাঙ্গের পাড়া মহাবোধি বিহার পরিচালনা কমিটি ,শিক্ষক সাবুল কান্তি বড়ুয়া সাধারণ সম্পাদক, খুসাঙ্গের পাড়া মহাবোধি বিহার পরিচালনা কমিটি,জয়সেন বড়ুয়া সহ-সভাপতি সা-লো-বৌ-ঐ-প ,বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী-লীগের সাধারন সম্পাদক রিটন বড়ুয়া রোনা, শিক্ষক মুকুল বড়ুয়া,পরিমল বড়ুয়া,ডাঃ সজল বড়ুয়া সভাপতি মৈত্রী,আদর্শ বড়ুয়া সহ-সভাপতি মৈত্রী ,মানিক বড়ুয়া সাধারণ সম্পাদক মৈত্রী, সত্যজিৎ বড়ুয়া যুগ্ন-সম্পাদক মৈত্রী,মৈত্রীর সকল সদস্যবৃন্দ ও গ্রামবাসীবৃন্দ।
Aa
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype