
জুবাইর চট্রগ্রাম
দ্বিতীয়বার করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় অদ্য ২৮ জুলাই, ২০২০ খ্রী. চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম পিপিএম কর্মস্থলে ফিরলে অতিরিক্ত পুলিশ কমিশনার( প্রশাসন ও অর্থ) জনাব আমেনা বেগম বিপিএম-সেবা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।
করোনা প্রতিরোধে নগরবাসীর নিরাপত্তা বিধান করতে গিয়ে গত ০৮ জুন,২০২০ খ্রী তিনি নিজেই করোনায় আক্রান্ত হন। দীর্ঘ ২১ দিন যাবত হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন তিনি।করোনাকে জয় করে আবার পূর্নোদ্যমে জনগণের জন্য কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সিএমপি কমিশনার।
এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।