শনিবার-২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ-৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ-৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

হালখাতা খাওয়া হলোনা ভুপাল রায়ের।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় ভুপাল রায় (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়।

সড়ক দুর্ঘটনাটি ঘটে ১৭ জুন (বৃহস্পতিবার) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে।

জানা যায়, নিহত ভুপাল রায় হালখাতার দাওয়াত খেতে সদর উপজেলার আকচা ইউনিয়নের বলদিয়া বাজারে যাচ্ছিল। পথিমধ্যে ঢোলারহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন রুহিয়া-ঠাকুরগাঁও সড়কে বিপরীতে দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মাথা থেতলে যায় এবং তার মৃত্যু হয়। তবে অলৌকিক ভাবে মোটরসাইকেল ড্রাইভার সনু বর্মন অক্ষত অবস্থায় বেচে যায়।

নিহত ভুপাল রায় পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার পাল্টা পাড়া গ্রামের মৃত প্রমোত রায়ের ছেলে বলে জানা যায়।

এ ব্যাপারে রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায় বলেন, ১৭ জুন আনুমানিক ১টা ৪৫ মিনিটের সময় ১ জন আরোহীসহ ২ জন একটি মোটরসাইকেল যোগে আটোয়ারী হতে পুরাতন ঠাকুরগাঁও যাওয়ার সময় ঢোলারহাট ইউনিয়ন পরিষদের ২ শত গজ উত্তরে মোটরসাইকেল সাথে একটি ট্রাকের মুখোমুখি
সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মাথা থেতলে যায় এবং তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেল ড্রাইভার অক্ষত অবস্থায় বেচে যায়। ঘাতক ট্রাকটিকে ধরতে সক্ষম হইনি তবে ট্রাকটিকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype