
এস এম নুরুল আলম খোকন
রাউজান উপজেলার ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১৭ জুন ২০২১ খ্রিঃ তারিখ ৫০০ পরিবারকে আর্থিক অনুদান বিতরণ করেন এবিএম ফজলে করিম চৌধুরীর এমপির পক্ষে১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ (বি,এ) সচিব ইমাম হাসান সহ সচিব রহমান। এতে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য, মালেক মেম্বার, মোস্তাফিজ মেম্বার, রাশেদ মেম্বার, ইসমাইল মেম্বার, অজিত মেম্বার, জামাল মেম্বার, রিটন মেম্বার, সোহেল মেম্বার রুবেল মেম্বার, ও
শিক্ষক শ্যামল বড়ুয়া,মোঃ রফিক, আবদুল আজিজ,রিটন, টনি বড়ুয়া,সাফায়েত হোসেন তৌহিদ,আকবর আলী জয়,শাওন বড়ুয়া মুন্না,
ফয়সাল মাহমুদ তৃষাদ,ইব্রাহিম, রায়হান,রিমন, প্রমুখ।