সোমবার-৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ-৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

মা ও শিশু হাসপাতালের করোনা ইউনিটের স্বাস্থ্য কর্মীদের জন্য সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড,উপহার প্রদান

https://www.facebook.com/104266187973021/videos/901367936998890

রতন বড়ুয়া, চট্টগ্রাম

রবিবার চট্টগ্রাম ২৮/০৬/২০ ইংরেজি তারিখে, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড,  আগ্রাবাদ ব্রাঞ্চ এর ইভিপি এবং হেড অফ ব্রাঞ্চ মোহাম্মদ রাশেদুল আমিন সাহেবের উদ্যোগে উপহার সামগ্রী প্রদান করা হয়।উপহার সামগ্রীর মধ্যে একটি হসপিটাল ব্যাট, একটি 50 লিটার অক্সিজেন গ্যাস সিলিন্ডার উইথ কেবিনেট, একটি প্রেসার মেশিন ফুল সেট, একটি বালিশ, 48 পিস N95 মাক্স,16 পিস অত্যাধুনিক গ্লাভস, 13 পিস পিপি, 2 সেট মাউথ অফ অক্সিজেন সেট,ও  4 জোড়া ভাইরাস প্রতিরোধক জুতা।উপহার সমূহ গ্রহন করেন পরিচালনা পরিষদের ডোনার সদস্য ও করোনা ইউনিটের উপদেষ্টা সর্বজনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী এবং হাসপাতালের পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক,
উপহার সামগ্রী প্রদানকালে ব্যাংকের পক্ষ হতে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন ও সাজু দাস, হাসপাতালের সম্মানিত আজীবন সদস্য এস এম গিয়াস উদ্দিন এবং
হাসপাতালে পক্ষে আরো উপস্থিত ছিলেন সিনিয়র একাউন্টস অফিসার মোহাম্মদ মনসুর, হাসপাতালের চিফ স্টোর কিপার মোহাম্মদ সফি, আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, আনসার সদস্য জয়নাল আবেদীন ও সিরাজ মিয়া প্রমুখ।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা পরিষদ আগ্রাবাদ সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের সকল কর্মকর্তা-কর্মচারী এবং অফিসার বৃন্দকে এই মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype