
বিনোদন ডেস্ক
রেকর্ড গড়তে যাচ্ছেন নারী নির্মাতারা ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে। উৎসবে প্রথমবারের মতো ২০ জন নারী নির্মাতার ছবি প্রতিযোগিতাসহ তিনটি বিভাগে অংশ নিচ্ছে। বলা যায়, এ বছর সেখানে নারী নির্মাতাদের যেন জয়জয়কার।
৩ জুন (বৃহস্পতিবার) ফ্রান্স সময় বেলা ১১টা। মাস্কে মুখ ঢেকে মঞ্চে উঠেন উৎসব পরিচালক থিঁয়েরি ফ্রেমো ও প্রেসিডেন্ট ফিয়া লেসকিউ। পরিচালকের হাতে তখন মহামূল্য সব নথি। বোঝাই যাচ্ছিল, সেখানে আছে এ বছরের উৎসবে মনোনীত নির্মাতাদের সিনেমার তালিকা। মাস্ক খুলে হাসিমুখে আসন গ্রহণ করে উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা জানান তাঁরা। স্বাগত বক্তব্যের পর একে একে ঘোষণা করেন মনোনীত চলচ্চিত্র, নির্মাতা ও দেশের নাম। এ বছর উৎসবে জমা পড়েছিল ২ হাজার ৩০০ সিনেমা। ঘোষণা করা হয় উৎসবে অংশ নেওয়া ৬৩টি চলচ্চিত্রের নাম। এ সিনেমাগুলো চারটি বিভাগে প্রদর্শিত হবে। এ তালিকায় স্থান করে নিয়েছেন ২০ নারী নির্মাতা, ২০১৯ সালেও ছিলেন ১৪ জন। এ সংখ্যায় কী যায়–আসে? একটা আভাস পাওয়া যায়, বিশ্ব চলচ্চিত্রে বাড়ছে নারী নির্মাতার সংখ্যা এবং তাঁরা সম্মানজনক উৎসবগুলোতে জায়গা করে নিচ্ছেন।
এ বছর মূল প্রতিযোগিতায় চার নারী নির্মাতার ছবি স্বর্ণপামের জন্য লড়াই করবে। এই নির্মাতাদের মধ্যে রয়েছেন হাঙ্গেরির নির্মাতা ইডিকো অ্যানিয়াদির সিনেমা দ্য স্টোরি অব মাই ওয়াইফ। এর আগে মাই টোয়েন্টিথ সেঞ্চুরি সিনেমা দিয়ে এ উৎসবের আঁ সার্তেঁ রিগা বিভাগ থেকে গোল্ডেন ক্যামেরা জয় করেন এই নির্মাতা। ২০১৭ সালে বার্লিন চলচ্চিত্র উৎসব থেকে গোল্ডেন বিয়ার জয় করেন।ইডিকো অ্যানিয়াদি।
ফ্রান্সের নারী নির্মাতা মিয়া হ্যান্সেন-লাভ। বানিয়েছেন আটটি সিনেমা, যার মধ্যে দুটি সিনেমা এর আগে কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পায়। এর একটি আঁ সার্তেঁ রিগাতে পায় পুরস্কার। এবার তাঁর বার্গম্যান আইল্যান্ড স্বর্ণপামের জন্য লড়বে। তাঁর ঝুলিতে আছে বার্লিন উৎসবের সিলভার লায়ন পুরস্কার। ফ্রান্সের আরেক নারী নির্মাতা ক্যাথরিন কর্সিনি। এলএ ফ্র্যাকচার সিনেমার জন্য প্রতিযোগিতা বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। ২০ বছর আগেও তিনি এ পুরস্কারের জন্য লড়েছিলেন।
ফ্রান্সের আরেক নির্মাতা জুলিয়া ডুকুরনো। তিনি মনোনয়ন পেয়েছেন টিটান সিনেমা দিয়ে। ২০১১ সালে তিনি জুনিয়র স্বল্পদৈর্ঘ্য দিয়ে প্রথম কানে পুরস্কার জয় করেন। পরে প্রথম সিনেমা গ্রেভ দিয়ে ২০১৬ সালে ফিপরেস্কি জয় করেন। বাকি ১৬ নির্মাতা অন্য বিভাগে মনোনয়ন পেয়েছেন।
৬ জুলাই শুরু হচ্ছে ৭৪তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ১৭ জুলাই পর্যন্ত। এ উৎসব থেকে এখন পর্যন্ত ২৭২ জন চলচ্চিত্রকার স্বর্ণপাম, গ্র্যান্ড প্রিক্স পুরস্কার জয় করেছেন; যার মধ্যে ১২ জন নারী। সমতা নিশ্চিত করতে উৎসবের ৭৩তম আসর থেকে প্রতিযোগিতা বিভাগে নারীদের বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।