
শ্বাসকষ্ট নিয়ে চমেকে ভর্তি জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম
নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম জেলা পরিষদ কার্যালয় চেয়ারম্যান এম এ সালাম শ্বাসকষ্ট ও করোনা ভাইরাস (কোভিড-১৯) এর উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক (সেবা) ইলা দাস।
তিনি জানান, গতকাল ২৫ জুন বৃহস্পতিবার করোনাভাইরাস (কোভিড-১৯) উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কেবিনে ভর্তি হয়েছেন এম এ সালাম। বৃহস্পতিবার রাত পর্যন্ত করোনাভাইরস (কোভিড-১৯) নমুনা পরীক্ষার রিপোর্ট আসেনি। করোনা ভাইরাস (কোভিড-১৯) উপসর্গ ছাড়াও উচ্চ রক্তচাপসহ একাধিক সমস্যা রয়েছে তাঁর ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কেবিনে চিকিৎসাধীন রয়েছে। তাঁর শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যা রয়েছে বলে জানা গেছে।