চট্টগ্রাম সাংবাদিক ফোরাম’এর সভাপতির কাছ থেকে উপহার গ্রহণ:
সফল ও সুন্দর ভাবে “চট্টগ্রাম সাংবাদিক ফোরাম”এর কমিটি গঠন করতে সক্ষম হওয়ায় ফোরাম’এর সম্মানিত সভাপতি জনাব শিব্বির আহমেদ ওসমান ভাই উপহার হিসাবে একটি মোটর বাইক আজ বিকালে চৌধুরী মুহাম্মদ রিপনকে হস্তান্তর করেন। এই সময় চৌধুরী মুহাম্মদ রিপন বলেন, ধন্যবাদ জানাই চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর সভাপতি শিব্বির আহমেদ ওসমান ভাইকে।
ধন্যবাদ জানাই চট্টগ্রাম সাংবাদিক ফোরাম এর আগামী অনুমোদনের অপেক্ষারত কমিটির সকলকে।
বিশেষ করে ধন্যবাদ দৈনিক দিনপ্রতিদিন এর সহ সম্পাদক, আগামী নির্বাহী কমিটির আব্দুস ছামাদ রুবেল ভাই, জসিম, ফরিদা সীমা, খোকন নাথ কে। আপনাদের কাছে কৃতজ্ঞ।