শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানিকছড়িতে যুবকের আত্মহত্যা

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি : মানিকছড়ি উপজেলার শীলছড়ি গ্রামের মাদকাসক্ত মো. আরিফ (২০) নামের এক যুবকের বিষপানে আত্মহত্যা করেছে। নিহতের পিতা মো. শফিক জানান, আমার ছেলে মানসিক রোগী ছিল। সে মদপানে অভ্যস্ত ছিল।

আজ ২০ মে (বৃহস্পতিবার) দুপুর ১২টায় মাদকাসক্ত অবস্থায় সে বাড়িতে আসে এবং মাতলামি করে একপর্যায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।

পরে বিকেল ৩টার দিকে পরিবারের অগোচরে বিষপান করে তার মাকে বলেন, আমি বলে বিষ খেয়েছি! পরে তাকে বাঁচানোর চেষ্টায় মানিকছড়ি হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মহিউদ্দিন জানান, মেডিকেলে নিয়ে আসার আগেই বিষপানে তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানার ওসি আমির হোসেন জানান, নিহত আরিফ মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। নিহতের ময়না তদন্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype