শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানিকছড়িতে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন

মানিকছড়ি প্রতিনিধি : মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলার প্রান্তিক কৃষকদের নিকট থেকে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান-২০২১ সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রম চলবে ১৫ আগষ্ট পর্যন্ত।

প্রতি কেজি ২৭ টাকা হারে মণ ১ হাজার ৮০ টাকায় এবার কৃষকদের নিকট থেকে সরাসরি বোরো ধান কিনছে সরকার। আর বাজারে এ ধান বিক্রি হচ্ছে সাড়ে ৮ শ থেকে ৯ শ টাকায়।

২০ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১১টায় মানিকছড়ি উপজেলা এলএসডি ক্রয়/সংগ্রহ কেন্দ্রে তিনটহরী গুচ্ছগ্রাম এলাকার কৃষক আবু তাহের সরদার’র কাছ থেকে ২৮০ কেজি,

একসত্যাপাড়া এলাকার মো. ইয়াছিন’র কাছ থেকে ৫’শ ২০ কেজি, গচ্ছাবিল এলাকার চাইলাপ্রু মারমা’র কাছ থেকে ২’শ ৪০ কেজি বোরো ধান সংগ্রহের মাধ্যমে

বোরো ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জুলিয়াস চাকমা, ওসিএলএসডি মো. শামীম উদ্দীন প্রমূখ।

ওসিএলএসডি মো. শামীম উদ্দীন বলেন, চলতি বছর মানিকছড়ি উপজেলার ২৭২ জন কৃষকের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ১’শ ৩৯ মে.টন

ও লক্ষীছড়ি উপজেলার ৮৫ জন কৃষকের কাছ থেকে ১’শ ২৩ মে.টন বোরো ধান সংগ্রহ করার টার্গেট রয়েছে। তবে কৃষকদের খেয়াল রাখতে হবে যাতে সংগ্রহের উপযোগি বোরো ধান অবশ্যই ১৪% বা তার চেয়ে কম আদ্রতা হতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype