
অনলাইন ডেস্ক
কোয়াড-এ যোগ দেওয়ার বিষয়ে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের কৌশলগত জোট ‘কোয়াড’-এ যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
তিনি বলেন, কোয়াড-এ যোগ দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের পররাষ্ট্রনীতি আমরা নির্ধারণ করি।
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নেপালকে করোনা সহায়তা দেওয়া নিয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
কোয়াডে যোগ দিলে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ‘অনেক খারাপ’ হবে বলে বেইজিংয়ের দেওয়া বার্তার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো দেশ তার বক্তব্য তুলে ধরতে পারে। দেশের স্বার্থ চিন্তা করেই কোয়াডে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ।