
অনলাইন ডেস্ক
ত্রিশ রোজা পূর্ণ ধরে এবছর পবিত্র ঈদুল ফিতরের ছুটির সরকারি অফিস আগামী বুধবারও খোলা থাকবে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গণমাধ্যমকে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ঈদের ছুটি বৃহস্পতিবার (১৩ মে) থেকে তিনদিন অর্থাৎ শনিবার (১৫ মে)। কাল (বুধবার) অফিস খোলা থাকবে। ঈদের ছুটিতে সবাইকে কর্মস্থলে রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এর আগে করোনা সংক্রমণের মধ্যে সরকার ঈদের ছুটি তিনদিনের বেশি না দিতে সবাইকে নির্দেশ দিয়েছে। আর ঈদের ছুটিতে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশনা দেওয়া হয়।