বৃহস্পতিবার-১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ-২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ-৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্য আনছে করোনা নির্মূলে টিকার তৃতীয় ডোজ

অনলাইন ডেস্ক

বিশ্বে প্রথম টিকার তৃতীয় ডোজ আসতে যাচ্ছে যুক্তরাজ্য মহামারী করোনা সংক্রমণ নির্মূলে। জানা গেছে, আসছে বড়দিনের মধ্যে করোনা সংক্রমণের আশঙ্কা একেবারে মুছে ফেলতে ৫০ বছরের বেশি বয়সীদের করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়া হবে যুক্তরাজ্য জুড়ে।

এ কথা জানিয়েছেন ইংল্যান্ডের প্রধান মেডিকেল অফিসার ক্রিস হিট্টি। তিনি জানান, করোনার নতুন যে সব প্রজাতি ছড়িয়ে পড়েছে বিশ্বে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে সে রকম টিকা তৈরির প্রস্তুতি চলছে।

বলা হচ্ছে, ফাইজার-বায়োএনটেক, অক্সোফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্না- প্রচলিত এই টিকাগুলিরই তৃতীয় ডোজ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, এর মধ্য দিয়ে বিশ্বে প্রথম টিকার তৃতীয় ডোজ আসতে যাচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype