অনলাইন ডেস্ক
বিশ্বে প্রথম টিকার তৃতীয় ডোজ আসতে যাচ্ছে যুক্তরাজ্য মহামারী করোনা সংক্রমণ নির্মূলে। জানা গেছে, আসছে বড়দিনের মধ্যে করোনা সংক্রমণের আশঙ্কা একেবারে মুছে ফেলতে ৫০ বছরের বেশি বয়সীদের করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়া হবে যুক্তরাজ্য জুড়ে।
এ কথা জানিয়েছেন ইংল্যান্ডের প্রধান মেডিকেল অফিসার ক্রিস হিট্টি। তিনি জানান, করোনার নতুন যে সব প্রজাতি ছড়িয়ে পড়েছে বিশ্বে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে সে রকম টিকা তৈরির প্রস্তুতি চলছে।
বলা হচ্ছে, ফাইজার-বায়োএনটেক, অক্সোফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা এবং মডার্না- প্রচলিত এই টিকাগুলিরই তৃতীয় ডোজ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। উল্লেখ্য, এর মধ্য দিয়ে বিশ্বে প্রথম টিকার তৃতীয় ডোজ আসতে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: itihass71@gmail.com, মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.