চমেকের ডা.সমিরুল ইসলাম আর নেই।
নিউজ ডেস্কঃ
৩৩ দিন জীবনযুদ্ধে লড়ে অবশেষে মারা গেলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সমিরুল ইসলাম বাবু।
বুধবার (২৪ জুন) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।
চট্টগ্রামের জনপ্রিয় এই চিকিৎসকের শারীরিক অবস্থার উন্নতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মেট্রোপলিটন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে একটি কেবিনে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। হঠাৎ সকালে শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নিয়ে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয় তাকে। ভেন্টিলেটর সাপোর্টে থাকার ঘন্টাখানেকের মাঝে মারা যান তিনি।
এর আগে গত ২৬ মেমে চট্টগ্রামে তিনি করোনা রোগী প্রথম প্লাজমা দেয়া হয় তাকে। ডাক্তারদের সকল চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমালেন চট্টগ্রামের নন্দিত এই চিকিৎসক।