
অনলাইন ডেস্ক
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে করোনা নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪৫২ জন। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
সবমিলে মোট মৃত্যু হয়েছে ১১ হাজার ৫১০ জনের। আর মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৬০ হাজার ৫৮৪ জন। এরমধ্যে গত ৭ এপ্রিল একদিনে করোনা শনাক্ত হয় সাত হাজার ৬২৬ জনের; যা দেশে একদিনে করোনা শনাক্তে এখন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। এছাড়া গত ৬ এপ্রিল একদিনে করোনা শনাক্ত হয়েছিল সাত হাজার ২১৩ জনের। তবে ৭ এপ্রিলের পর থেকে দেশজুড়ে কঠোর বিধিনিষেধের প্রভাবে ক্রমেই কমতে থাকে শনাক্ত। টেস্ট বিবেচনায় কমছে শনাক্তের হারও।