শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বারাক ওবামা মিয়ানমারের নিন্দা করলেন

বারাক ওবামা । ফাইল ছবি।

মিয়ানমারে সেনা শাসনের বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ মিয়ানমারের সেনাশাসনের ওপর চাপ অব্যাহত রেখেছে তাদের প্রশংসা করেছেন।

বারাক ওবামা টুইটারে লিখেছেন, সারা বিশ্বের নজর মিয়ানমারের পরিস্থিতির ওপর রাখা উচিত, যেখানে বেসামরিক মানুষের ওপর হৃদয়বিদারক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় আমি খুবই হতবাক হয়েছি। তবে গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশব্যাপী যে আন্দোলন সেখানে চলছে তাতে আমি অনুপ্রাণিত হয়েছি।

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর দেশটিতে শুরু হওয়া সেনাশাসনবিরোধী বিক্ষোভে চালানো দমন-পীড়নে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype