[caption id="attachment_5597" align="alignnone" width="767"]
বারাক ওবামা । ফাইল ছবি।[/caption]
মিয়ানমারে সেনা শাসনের বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। পাশাপাশি যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ মিয়ানমারের সেনাশাসনের ওপর চাপ অব্যাহত রেখেছে তাদের প্রশংসা করেছেন।
বারাক ওবামা টুইটারে লিখেছেন, সারা বিশ্বের নজর মিয়ানমারের পরিস্থিতির ওপর রাখা উচিত, যেখানে বেসামরিক মানুষের ওপর হৃদয়বিদারক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় আমি খুবই হতবাক হয়েছি। তবে গণতন্ত্র ফিরিয়ে আনতে দেশব্যাপী যে আন্দোলন সেখানে চলছে তাতে আমি অনুপ্রাণিত হয়েছি।
নির্বাচনে কারচুপির অভিযোগ এনে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর দেশটিতে শুরু হওয়া সেনাশাসনবিরোধী বিক্ষোভে চালানো দমন-পীড়নে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ।
প্রকাশক ও সম্পাদক: প্রকৌশলী দিলু বড়ুয়া । সম্পাদকীয় কার্যালয়: ৯২ মোমিন রোড, শাহ্ আনিছ মসজিদ মার্কেট(৪র্থ তলা), জিপিও, কোতোয়ালী, চট্টগ্রাম। যোগাযোগ: ইমেল: [email protected], মোবাইলঃ ০১৮৫১০৭১১৭০
Copyright © 2025 ইতিহাস ৭১ টিভি. All rights reserved.