রবিবার-১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মানিকছড়িতে চারশ কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

মানিকছড়ি প্রতিনিধি

মানিকছড়িতে চারশ কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

২০২০-২১ অর্থবছরে খরিপ ১/ ২০২১-২০২২ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি কৃষক পরিবারকে

এক বিঘা জমির জন্য কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসনের ওপর রাসায়নিক সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আজ ২৭এপ্রিল (মঙ্গলবার) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদন ও নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সালাউদ্দিন কাউচার আফ্রাদসহ সকল সহকারী কৃষি কর্মকর্তা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, যেখানে অন্যান্য বছর এ কর্মসূচির আওতায় ৪শ জন কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়

সেখানে এবছর ৪শ জন কৃষককের প্রত্যেককে ৫ কেজি ব্রিধান-৪৮ বীজ ও ১০ কেজি এমওপি এবং ২০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype