সোমবার-২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ-১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ-১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ব্রুনেইতে বাংলাদেশি ডা. নূর রহমানের খাদ্য প্রস্তুত প্রতিষ্ঠান

গত ১২ এপ্রিল এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রুনেইয়ের অর্থমন্ত্রী দাতো ড. আমিন লিউ বিন আব্দুল্লাহ। ফাইল ছবি।

ডা. নূর রহমান বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক প্রতিষ্টা করেন ব্রুনেই দারুসসালাম সরকারের মালিকানাধীন খাদ্য প্রস্তুতকারী ও বিপণন প্রতিষ্ঠান ঘানিম ইন্টারন্যাশনাল, যার পণ্যের ব্র্যান্ড নাম ‘ব্রুনেই হালাল ফুডস’।

গত ১২ এপ্রিল এই প্রতিষ্ঠানের অধীনে ব্রুনেই খাদ্য শিল্প উন্নয়নের (বিএফআইডি) আওতায় একটি আন্তর্জাতিক ম্যানসম্পন্ন বহুমুখী খাদ্য প্রস্তুতকারী ফ্যাসিলিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সে দেশের অর্থমন্ত্রী দাতো ড. আমিন লিউ বিন আব্দুল্লাহ।

এ সময় অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাতো ড. মানাফ বিন মেটোসিন এবং ব্রুনেই হালাল ফুডসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডা. নূর রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. নূর রহমান বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান নাগরিক। গত প্রায় ছয় বছর যাবৎ ব্রুনেই সরকারের মালিকানাধীন বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করছেন।

তার পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত প্রসার ঘটছে ও প্রশংসিত হচ্ছে। ব্রুনেই খাদ্য শিল্প উন্নয়নের (বিএফআইডি) বহুমুখী খাদ্য প্রস্তুতকারী ফ্যাসিলিটির কাজ আগামী ৫ মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

এই প্রতিষ্ঠানটি চালু হলে বাংলাদেশ থেকে হালাল খাদ্যের কাঁচামাল রফতানি ও উদ্ভাবিত বিশেষায়িত খাদ্য আমদানির সুযোগ উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype