শনিবার-২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ-৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ-৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষকের ধান কেটে দিচ্ছে স্বেচ্ছাসেবক লীগ

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের ধান কেটে দিতে আওয়ামীলীম ও অংগসংগঠনের নেতা কর্মীদের নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগ মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িয়াল বিলে কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে ।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এ কাজে অংশ নেন।

২৩ এপ্রিল (শুক্রবার) সকালে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কৃষক আবুল বেপারীর ৬ বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দেন। এর মধ্য দিয়ে কৃষকের ধান কেটে দেওয়ার কাজ শুরু করা হলো বলে সংগঠনের সভাপতি জানিয়েছেন।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে আমরা এ কাজটি শুরু করেছি। করোনায় ঘরবন্দি কৃষকের পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

যেকোনো দুর্যোগ দুর্বিপাকে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে ৷

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি কাজী শহিদুল্লাহ লিটন, কাজী মোয়াজ্জেম হোসেন, বাণিজ্য বিষয়ক সম্পাদক আনোয়ারুল আজিম সাদেক,

মহিলা সম্পাদক সালমা হাই টুনি, উপ ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর হোসেন বাবর, মুন্সি নজরুল ইসলাম, ফয়সাল, আবু জাফর, কামাল হোসেন রাকিব, সদস্য ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ইসহাক,

মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype