শুক্রবার-৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবউদ্দিন আর নেই

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সম্মানিত জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মো: সাহাবউদ্দিন (৭০) আজ ২৩ এপ্রিল (শুক্রবার) সকাল ৬ টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না—-রাজিউন)।

তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। গত তিন দিন আগে করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে তাঁর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন-গুনগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার রাত ৮টায় তাহার গ্রামের বাড়ি মিরসরাইয়ে পারিবারিক কবরস্থানে নামাজে জানাজা শেষে মরদেহ রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ও যুদ্ধকালীন সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি,

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল পরিচালনা পরিষদের প্রেসিডেন্ট প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী ও জয়েন্ট জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী সহ পরিচালনা পরিষদের সকল সদস্যবৃন্দ,

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী ও সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype