শনিবার-১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ-২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ-১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বাংলাদেশ চ্যারিটেবল সংঘ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন

 

ঐতিহাসিক রাংকুট বনাশ্রম তীর্থস্থানের প্রধান পরম আচারিয় কে. শ্রী জ্যোতিসেন থেরোর জন্মদিন উপলক্ষে ৫ তলা বিশিষ্ট ২০ কোটি টাকা বাজেটের “বাংলাদেশ চ্যারিটেবল সংঘ হাসপাতাল” এর শুভ ভিত্তি প্রস্তর ২০ এপ্রিল (মঙ্গলবার) করা হয়েছে।

বিনয়শীল ভদন্ত কুশলায়ন মহাথেরোর সভাপতিত্বে ও কক্সবাজার সদর-রামুর সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল প্রধান অতিথির উপস্থিতিতে এবং স্থানীয় রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার সহ মুসলিম, হিন্দু বৌদ্ধ ধর্মাবলম্বীর গুণী ব্যক্তিদের অংশগ্রহণে উক্ত হাসপাতালের শুভ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

এতে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেন, শ্রদ্ধেয় জ্যোতিসেন ভান্তের জন্মদিনে এই হাসপাতালের ভিত্তিটি শুধু বৌদ্ধ নয়, হিন্দু মুসলিম সকলের জন্য মঙ্গল বয়ে আনবে এবং আমার নির্বাচনী এলাকা কক্সবাজার সদর রামুতে আগামী দিনের সর্বোচ্চ বাজেটটি এই হাসপাতালের জন্য বরাদ্ধ রাখা হবে।

হাসপাতালের উদ্যাক্তা জ্যোতিসেন থের বলেন, রিকশাচালক, দিন মজুরি সহ সকল সাধারণ মানুষ থেকে মাত্র ২শ টাকা করে দান দিয়েই এই বিশাল হাসপাতালটি তৈরী হবে। এতে জাতি ধর্ম সকলের সহযোগিতা একান্ত কাম্য।

তিনি আরো বলেন, এই হাসপাতাল নির্মাণ হলে এখানে প্রতিনিয়ত ৪ জন বৌদ্ধ ভিক্ষু, ৪ জন হুজুর/মুয়াজ্জিন, ৪ জন পুরোহিত ও ৪ জন পাদ্রি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে।

পরিশেষে সভাপতি প্রধান অতিথির আলোচনার প্রশাংসা করে ও হাসপাতালের উদ্যোক্তা তদ্বীয় শিষ্য কে. শ্রী জ্যোতিসেন থেরোর হাতে নেয়া এই মহান কর্মযজ্ঞের সফলতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সভা শুরুর আগে চেয়ারম্যানসহ উপস্থিত রোজাধারীগণ জ্যোতিসেন থেরোর জন্মদিন উপলক্ষে আয়োজিত ইফতার গ্রহণ করেন এবং কোরআন তেলাওয়াত,

গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে বিশ্বে চলমান করোনা ভাইরাস থেকে বিশ্ববাসি রক্ষা পাবার প্রার্থনা করেন।

উল্লেখ্য যে, কে. শ্রী জ্যোতিসেন থেরোর গতবছর জন্মদিনেও “মা বাবা বৃদ্ধাশ্রম” নামে আরো একটি মানবিক প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on telegram
Telegram
Share on skype
Skype