
এখনো পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাসে মারা গেছে ৩০ লাখ ৫৭ হাজার ৫ শ ৪১ জন এবং আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৪ কোটি ৩৫ লাখ ৪২ হাজার ৫ শ ৫০ জন। বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ১২ কোটি ১৮ লাখ ৯৬ হাজার ১ শ ৫৭ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে এক কোটি ৮৫ লাখ ৮৮ হাজার ৮ শ ৫২ জন।
সারা বিশ্বে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৮ শতাংশ এবং মৃত্যুর হার দুই শতাংশ। বিশ্বে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের তালিকায় প্রথম রয়েছে যুক্তরাষ্ট্র।
দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে তিন কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৪৭০ জনের এবং মারা গেছে ৫ লাখ ৮২ হাজার ৪৫৬ জন। যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে যথাক্রমে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, তুরস্ক, ইতালি, স্পেন ও জার্মানি।
ভারতে মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ৫৬ লাখ ০৯ হাজার ৪ জন এবং মারা গেছে এক লাখ ৮২ হাজার ৫৭০ জন। ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪০ লাখ ৫০ হাজার ৮৮৫ জন।